ভালোবাসার ছন্দ / ভালোবাসার কবিতা

ভালোবাসার ছন্দ / ভালোবাসার কবিতা  

১. আমার শহরে তুমি ছাড়া কারো প্রবেশ নিষিদ্ধ, আমার 
আমিটা তোমার তুমিতে শিমা বদ্ধ।



২.আই ফোন কিনছি
 -অবাক হওয়ার কিছু নাই 
 -নোয়াখালী এর ভাষায় পড়ুন 😜😜😜


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


৩.আমাদের থেকে কিছু আশা করার নেই কারন 
যে দেশে 20 বছর অপেক্ষা
 করার পরেও কোনো মেয়ের মুখে
 আই লাভ ইউ কথাটা শুনতে পারলাম না
 এইদেশ থেকে আর কি আশা করা যায়। 😜

#banglalovestory


ভালোবাসার পিকচার




৪.লোকটি নাম ছিলো মুরুগ আলী তার আইডি কাডে নাম এসেছে মুরগা এলি। 




৫.আসলেই জীবনটা মাটির চুলার মতন..
 বাঁশ একটা শেষ না হতেই আরেকটা রেডি 🤫 🤫 চুব মানুষ শুনলে হাসবে।



৬. কিছু পেতে চাও তা হলে ছেরে দাও।  সব কিছু একসাথে মেলে না একসাথে।




৭.টিচার : মাইর হবে কিন্তু আওয়াজ হবেনা এটার ইংলিশ কি
 ছাএ : Only Video No Audio





৮.মেয়েপক্ষ ছেলে কে বলে তোমার নাম কি বাবা  ছেলে বলে আমার নাম হলো জানি না।  বাবা নাম কি,,,?  বাবার নাম হলো সে জানে।😂😂





৯. জীবনে দুইটা জিনিস দেখার খুব ইচ্ছা
 ১/ঘোড়ার ডিম
২/ ছাগলের ডিম 


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤




১০.❤ ভোর হলো ঢোর খুল বালিকারা উঠরে
 ওই দেখ থালা বাসন ভালো করে মাজরে ❤



ভালোবাসার পিকচার





ভালোবাসার একটি কাহিনী। 

একদেশে একছিলো কামার তারা ছিলো। 

কামার এর বাড়ি থপকে দশ কোরস দুরে ছিলো এক জমিদারের বাড়ি জমিদার ছিলো তিনটি মেয়ে।  জমিদার তার তিন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উত্তম, বুদ্ধিমান ছেলে খুজছে।  জমিদার তার পুরো এলাকায় এলান দিলো যে তারা মেয়েকে বিয়ে দিবে।


 যে সব চেয়ে বুদ্ধিমান তার সাথে তার মেয়ের বিয়ে দিবে।  নিদিষ্ট সময়ে সবাইকে আসতে বললো। সবাই আসলো অংশ গ্ৰহন করার জন্য।  জমিদার বললো এই পুকুরের মাঝখানে একটা শাপলা ফুল আছে। যে পানি শরীর এর না লাগিয়ে শাপলা ফুলটি হাত দিয়ে তুলে নিয়ে আসতে পারবে। তার সাথে আমার তিন মেয়ের বিয়ে দিবো। 


এক এক করে সবাই পরলো না। শাপলা ফুলের সফল হলো না। এবার এলো এই কামারটি।  কামারটি জমিদারকে বলবো। জমিদার সাহেব আমাকে একটা মোটা রশি লাগবে।  জমিদার তার লোকদের বলো ওকে রশি এনে দাও।  রশি আনার পর।  পুকুরের দুই ধারে দুইটি গাছ ছিলো।  কামারটি রশিটা দিয়ে গাছ দুইটি তে বাধ দিলো।
 
 বাধ দেওয়ার পর রশিটি ধরে ঝুলে সে পুকুরে মাঝে গেলো আর নিজে হাতে শাপলাটি তুলে নিয়ে এসে জমিদার মেয়ের হাতে দিলো।  এই দেখে সবাই  অবাক হলো আর জমিদার খুশি হয় তার মেয়েদের সাথে বিয়ে দিলো।  কামার এখন সুখে জীবন কাটাচ্ছে। 


 


আমাদেরপাশে থাকার জন্য ধন্যবাদ
prioamar   



 

মন্তব্যসমূহ