মোটিভেশনাল উক্তি বাংলা

 

মোটিভেশনাল উক্তি বাংলা
মোটিভেশনাল উক্তি বাংলা 


মোটিভেশনাল উক্তি বাংলা 


বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন মানুষ নেই।  


জীবনে কিছু শিখো আর না শিখো সব কিছু হজম করতে শেখো।  কারন খাবার হজম করতে না পারলে বদহজম হয়ে যাবে। 


★ কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে।  


★ প্রসংশা হজম করতে না পারলে অহংকার বেরে যাবে।  


★ নিদা হজম করতপ না পারলে শত্র বেরে যাবে।  


★ অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেরে যাবে।  





এই নয়টি বিষয় মেনে চললে জীবন সুখী হওয়া সম্ভব।  

 

★ যার সাথে মনে মিল নেই তোমার তার সাথে সম্পর্ক রেখো না।  


★ যেখানে তোমার কদর নেই সেখানে যেও না।  


★ যে বোঝে না তাকে বোঝাতে যেও না।  


★ যা হজম হয় না তা খেও না।  


★ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না।  


★ তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে উঠার চেষ্টা করো না।  


★ জীবনপ সমস্যা ভেঙ্গে পরো না।  


★ অপরে কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না।  


★ যারা আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে মেলে মেশা করো না। 




নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসা এক প্রকার রিলেশন  শিপের মতো।  




একজন প্রকৃতো বন্ধু তখন পথে বাধা হয়ে দাড়ায় যখন কোনো বন্ধু ভুল পথে পা পাড়ায়।  




ভরা পেট আর ভরা পকেট দিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যার।  কিন্তু খালি পেট আর খালি পকেটে ওই উপদেশ নেওয়া যায় না।  




সময়টা সবার ভালো যায় না তবু চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখো মুখি হওয়া যায়।  




আয়নার মূল্য হিরে থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পড় সবাই আয়না খুজে সরবো প্রথম।  টিক তেমনি যতো মানুষ কৃষকদের ছোটো চোখে দেখুক না কেনো।  দিন শেষে তাদের চাষ করা ফসল পেটে যায়।  






শক্তিশালী মানুষ ও ভাঙ্গে কিন্তু নিরবে।  কিন্তু পুনরনিমিতিও হয়ে আবার এগিয়ে যায়।  




বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়। 



 নারীকে ছুতে পারা সাধনার বিষয়।  শরীর ছুয়ে যে পুরুষ বলে নারীকে ছুয়েছি।  সে নিরবোধ,  নারী হৃদয় ছুয়ে তবে দেহো ছুতে হয়।  শরীর তো ধষক ও ছুয়।  





আমাদের কথা গুলো যদি কোথাও ভুল হয়।  দয়া করে কমেন্ট এ জানাবেন।  


😇 ধন্যবাদ 😇 


মন্তব্যসমূহ