কবিতা বলতে আমি বুঝি

 কবিতা বলতে আমি বুঝি

খুব দস্যি একটা মেয়ে।

যে মেয়েটা ঝরনার মতো দুরন্ত,

নদীর ঢেউয়ের মতো নাচে।

যার ওড়নায় রোদের স্নান লেগে আছে,

আর যার মন খারাপ হলেই তুমুল বৃষ্টি হয়।


কবিতা বলতেই আমার মনে পড়ে, 

যে মেয়েটার গা পাখির পালকের মতো নরম,

চোখের কোনে তিল,

যার হাতের আঙুলে ভালোবাসার গল্প লেগে আছে,

আর যার মন ভালো থাকলে আকাশে খুব বড়ো চাঁদ ওঠে।


কবিতা বলতেই আমি বুঝি,

খুব সাধারণ নয় এমন একটা মেয়ে।

হাসিহাসি মুখ, পলাশরঙা ঠোঁট,

যে মেয়েটার চুলে রাতের অন্ধকার লেগে আছে,

আর যার অভিমান হলেই,

একটা বাড়ির চারদিকে খুব মেঘ করে।


_____ রুদ্র গোস্বামী

#ল্যাম্পপোস্ট




মন্তব্যসমূহ