হে প্রিয় কি চাও বলো কবিতা নাকি গান?

হে প্রিয় কি চাও বলো কবিতা নাকি গান
হে প্রিয় কি চাও বলো কবিতা নাকি গান

 হে প্রিয় কি চাও বলো কবিতা নাকি গান?


 


হে প্রিয় কি চাও বলো কবিতা নাকি গান?

তোমার হাতে তুলে দিচ্ছি আমৃত্যু অভিধান।


তুমি দুর্বার তেজি ঘোড়ার লাগাতার আন্দোলন!

চলবে ছুটে রৌদ্রতেজে হবে না পিছপা!


মুখে মৃদু হাসি এঁকে!

 পিছনে ফেলে গোলক ধাঁধা! 

চলবে কলম রুখবে অশনি যত বাধা!


ও দুরন্ত বিদুৎলতা!

 তুমি বিদ্রোহী অগ্নিশিখা!

 বুকে যাহার পুঞ্জিভূত ফুটন্ত লাভা! 

দু'চোখে কখনো রক্তিম আভা!


হৃদমাজারে স্বপ্ন হাজার

দুপায়ে দলে বাঁধার পাহাড়!

উঠবে জেগে তুমি আবার! 


ভালোবাসামাখা অশ্রু চোখে! 

লুকাও ক্ষত খুব নিরবে!

 এই ভেবে যেনো সেটা কেউ না দেখে!


ও প্রেয়সী মায়ারানী!

 ঝড় হয়ে আগমনী!

ডাকছে দেখো শত দুঃখীনি!


মিথ্যের জট খুলে সত্য এনো সামনে! 

জয়মাল্য ছিনিয়ে সবার আগেই কিন্তু আনবে!


বিজয়মাখা হাসি মুখে-

 লুটিয়ে পড়ো মাটির বুকে!

লুকিয়ে রাখবে সেও তোমায়!

বলবে হেসে,

 কাজ করেছো অনেক দামী!


নিপীড়িত উম্মাহের শব্দহীন আর্তনাদে যদি 

চোখে আসে পানি-

 তোমার কাছে ওদের হয়ে এই দাবী তুলছি আজ! 

বলো কিছু করবে তুমি হয়ে ওদের মাথার তাজ!!


মায়ারানী

কাব্যলেখা(অপরিচিতা)✍️


উৎসর্গঃবিদ্রোহী বিনতে আলতাফ

মন্তব্যসমূহ