ভালোবাসা কিছু উক্তি /ভালোবাসার ছন্দ/ভালোবাসার স্যাটাস/ভালোবাসার পিকচার/রোমান্টিক স্ট্যাটাস

 ভালোবাসা কিছু উক্তি 
ভালোবাসার ছন্দ,ভালোবাসার স্যাটাস,ভালোবাসার পিকচার,রোমান্টিক স্ট্যাটাস,


ভালোবাসা এতো সস্তা জিনিস, সপ্তাহে দুইবার ডেটে গেলে দশবার আইলাবু বলেলই ভালোবাসা হয়। যেমন টাইম লাইনে প্রতিদিন ভালাবাসা নিয়ে পোস্ট করলে ভালোবাসা প্রকাশ পায় না।  কেনো না যে ভালোবাসে সে সব সময় অন্তরে থাকে। 





জানু বেবি বলে ডাকলে বুঝা যায় না সে আসলে তোমাকে কতো খানি ভালোবাসে।



ভালোবাসা উক্তি
 ভালোবাসা উক্তি 




ভালোবাসায় একটু কেয়ার আর শেয়ার থালেই ভালোবাসা বৃদ্ধি পায়। আর তোমাকে যে ভালোবাসবে।  সে তার দিনে প্রতিটা মূহুর্তের কথা তোমাকে শেয়ার না করে থাকতে পারবে না।  




তোমার সাথে কথা বলার জন্য তার ভিতরে কথাগুলো খচ খচ করতে থাকবে।







আর তোমাকে যে আসলেই ভালোবাসবে। সে তোমার দিনে প্রতি মূহুর্তে কেয়ার না করে থাকতে পারবে না। কাজে ফাকে ফাকে তোমার সাথে কথা বলবে।  




যে তোমাকে রিয়াল ভালোবাসে সে ব্যস্ততার অজুহাত দেখাবে না। 


ভালোবাসা কঠিন না কিন্তু ভালোবাসার মম বুঝে,  এই রকম মানুষ পাওয়াটা বড্ড কঠিন। তাই ভালোবাসার আগে মানুষটা কেমন বোঝার চেষ্টা করো। 




আমি বুঝতে পারি না মেয়েরা জাদু করতে পারে কিনা।  কিন্তু এতোটুকু বুঝেছি ছেলেদের ভিতরে অন্য রকম একটা জাদু আছে। ছেলেদের ভিতরে যে জাদু আছে তা হলে আশ্চর্য একটা জীবন শক্তি আছে। 






এই জানো কখনো কখনো থেকে যাওয়ার ইচ্ছে থাকলেও ছেড়ে আসতে হয়।  একতরফা আশা আকাঙ্ক্ষা পরে থাকা বোকামি। 



জীবনে বেশি সম্পকে যরাবেন না।  কিন্তু যে সম্পক গুলো আছে সে গুলো জিবিতো রাখা জরুরি।  





জীবনে দুঃখ কষ্ট থেকে পালিয়ে বাচা যায় না কখনো।  দুখ কষ্ট থেকে পালিয়ে বাচতে চেষ্টা করলে দেখবে মেরুদণ্ড সোজা করে সমাজে কখনো দাড়াতে পারবে না। 




জীবনে কাছে মানুষ গুলোকে হাসাতে শিখো।  কেনো না সবাই শুধু কাদাতে শেখায়।  



আর যদি তুমি সব সময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। 




ভালো আচরন করতে শিক্ষা লাগে।  কিন্তু খারাপ আচরন করতে শিক্ষা লাগে না।  তাই বলি কাছের মানুষদের সাথে ভালো আচরন করো এবং ভালো আচরন এর শিক্ষা দাও।  তা হলে তুমি দেখবে কাছে মানুষ সব সময় ভালো আচরন কীবে তোমার সাথে।




সম্পর্ক করো ভালো পরিবার দেখে কেনো না।  তার পরিবার এর  মানুষ গুলো ভালো হলে তোমার কাছে মানুষ টাও ভালো হবে।  কেনো না বাবা মা যেমন সন্তান তেমন হবে।



একটা প্রবাদ আছ, বৃক্ষ তেমার নাম কি ফলে পরিচয়।  




-পাশের বাড়ির মেয়েটা গান গায়

 - মুজছে শাদী কারোগি

 - আমিতো পাঞ্জাবি পইরা রেডি





আমাদের উক্তি গুলো কেমন লাগলো জানাবে। 

ধন্যবাদ 


#prioamar





মন্তব্যসমূহ