কিছু ভালোবাসার উক্তি আর কিছু জীবন এগিয়ে নিয়ে চলার উক্তি।

 


কিছু ভালোবাসার উক্তি আর কিছু জীবন এগিয়ে নিয়ে চলার উক্তি।  




ভালোবাসার উক্তি
ভালোবাসার উক্তি





অস্ত্র আঘাত শুকিয়ে যায় কিন্তু কথা আঘাত শুকায় না।  এটা থেকেই যায়। 


#banglalovestory

#banglasadlovestory

অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলে অবেগ আর অতীত থেকে শিক্ষা গ্ৰহন করে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা।  



অতীতের ভালোবাসার কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো বোকামি।  গিয়ে দেখো যাকে নিয়ে এমনো তুমি ভাবো সামনে গেলে দেখবে সে তোমাকে চিনতেই পারবে না।  


সময় বহমান কিন্তু তুমি যার কথা ভেবে।  সময় এর সাথে তাল মিলিয়ে আলছো না।  সে দেখো তোমার কথা তার মনেই নেই।  সে ঠিকেই সময়ের সাথে তাল মিলিয়ে জীবন কাটাছে। 



সময়কে মূল্য দাও কেনো না এই সময় গেলে আর জীবন ফিরতে পরবে।  কেনো না সময় এর সাথে upgrade না হলে দাড়ানো ক্ষমতা হারিয়ে ফেলবে।  যেমন আমাদের এক শিক্ষক ছিলো সে পিএসডি করেছে।  তিনি আমাদের গনিত করাতে কিন্তু আমরা তার অংকের কউসল বা অংক বুঝি না।  কিন্তু তার অংক সব সময় সঠিক হয়।  সমস্যা একটা তার কউসল পুরোনো আর আমরা অংক কি upgrade কউসলে।  জীবনে যদি সময়ের সাথে না চালাও তা হলে এই রকম হবে। 





জীবনে কাউকে কষ্ট দিও না কেনো না হয়তো আজকে তুমি শক্তিশালী সময়ের সাথে দেখবে সে একদিন শক্তিশালী হবে।  কিন্তু তুমি তখন দুর্বল হবে। 





নিজের ভালোবাসায়  সফল না হলে অন্য কাউকে দোষ দিওয়া না।  কেনো না হয়তো তোমার কেনো আচরন এর জন্য দুঃখ পেয়ে সে তোমাকে ছেড়ে চলে যেতে বাদ্ধ হয়েছে। 





ভালোবাসায় ছেকা খেয়েছো জানো কেনো।  ছেকা খেয়েছো তোমার দোষ।  কেনো না অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্য। 



যে তোমার ভালোবাসে তার প্রতি সুজগ নিও না। 



তোমাকে যা প্রয়োজন তার বিপদে তাকে ব্যাস্ততা দেখিও না।  



ষে তোমাকে ভরসা করে তাকে ঠকিও না।  কেনো না তুমি অন্য কে ঠকালে একদিন তুমিও বিপদের সময় ঠকবে। 

কেনো না পৃথিবী অন্যের পাপের বোঝা সে নেয় না। 



যে সব সময় মনে রাখে তাকে ভুলে যেও না।  মনে রাখার মানুষ হয়তো আর পাবে না। 



ভালোবাসা হওয়ার পরে একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো সপ্নের মতো হয় না।  কেনো না হলো তা কল্পনা।  




মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না।  মানুষ তোমার দুবলতা বুঝলে নিজে সাতত্য হাছিল করার জন্য তোমার দুর্বলতায় আঘাত করবে। 



ধন্যবাদ 
#prioamar

মন্তব্যসমূহ