প্রেমের সেরা কিছু সত্যি কথা।

 প্রেমের সেরা কিছু সত্যি কথা। 



 কিছু বিশ্বাস জীবনকে বদলে দিতে পারি। যেমন বিশ্বাস করে কাউকে ভালোবাসলে সে যদি তাকে তোমার সাথে থাকে তা হলে তোমার জীবন বদলে যাবে।  



দিখিও কিছু মানুষ পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যাথা দেয়। 



যে কোনো নেশা থেকে দুরে থাকুন আর যদি মেয়ে নেশা হয়।


আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতা দুনিয়া আসো।  আসলে দেখতে পারবে রিয়াল ভালোবাসা একহাজারে মধ্যে একটা থাকে। 



উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়।  তেমনি ভালোবাসায় ভালো মানুষ আর ভালো রুপের মানুষ এক নয়। 



খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না। তেমনি রুপ নেই মেয়ে সাজে বেশি। রুপ আছে মেয়ের সাজে কম। 



হয়তো কাউকে ভালোবাসার পথ হাজারো আছে।  কিন্তু তাকে ভোলার পথ নেই।  



তোমাকে ভুলে যাবো বলাটা সহজ আর ভুলে যাওয়াটা কঠিন বিষয়। 



ভালোবাসার উক্তি,ভালোবাসার কষ্টের,
ভালোবাসার উক্তি,ভালোবাসার কষ্টের,ভালোবাসার ছন্দ,ভালোবাসার পিকচার





যে মেয়ে বলে তুমি ওই মেয়ের সাথে কথা বলবে না আর যদি কথা বলো তা হলে আমি তোমার জীবন থেকে চলে যাবে।  এই ধরনে মেয়ের সাথে রিলেশন রাখবে না।  কেনো না যে তোমাকে বিশ্বাস করতে পারে না।  তার সাথে না থাকাটাই ভালো।  না হলে পরে পস্তাবে। 




নিজের বোনে জন্য তুমি যে রকম ছেলে চাও অন্যের বোনের জন্য সে রকম ছেলে হও। 



তা হলে দেখবে তোমাকে কেউ খারাপ বখাটে ছেলে বলবে না। 



দুনিয়ার তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় নিজের ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিতে হয়।  দুনিয়াতে সব চেয়ে নরম জিনিস হলো মন তেমনি সবচেয়ে কঠিন জিনিস হলো মন।  তাই মনকে নিজের অধিনে রাখো তা হলো দুনিয়াতে সব কিছু হাছিল করতে পারবে।  আর যদি মন অন্য কারো অধিন করো তা হলে দুনিয়াতে কিছু করতে পারবে না। 



তোমাকে ছেড়ে সে চলে গিয়েছে একটাই সুবিধা যে তুমি কতো শক্তিশালী মানুষ এতে বুঝতে পারবে। #sadbanglalovestory




তুমি জানো আমার জীবনে দুইটা গল্প আছে। একটা হলো যে আমি সবাইকে শুনাই আর একটা হলে যেটা আমি সবার থেকে লুকাই। #banglalovestory



ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ঘৃণা নয়। কিন্তু ভালোবাসা একজন লুকালে অন্য জন কষ্ট পায়। এটাই বিধির নিয়ম। 




মায়া জিনিসটা খুব ভয়ংকর চেহারার মায়ার থেকে কথার মায়া সবচেয়ে বেশি ক্ষতিকর। তাই আমার শেষ উপদেশ কারো মায়ায় পড়ো না। 






আমাদের কথা গুলো কেমন লেগেছে জানাবেন। 

#prioamar

মন্তব্যসমূহ