ভালোবাসার ছন্দ ও উক্তি ২০২২

 ভালোবাসার ছন্দ ও উক্তি ২০২২


১ ভুলে যাওয়া অনেক ভালো আর যে মানুষ ভুলতে পারে না। সেই মানুষ শেষ পযন্ত পাগল হয়ে যায়।  




২ জোর করে হয়তো তুমি কারো শরীর পাবে। কিন্তু জোর করে পাবে কারো পবিত্র মন।  





দিন শেষে এমনি একজন মনের মানুষ লাগে।  যার সাথে মন খুলে তমি সারাদিন গল্প করা যায়।  




৪ তুমি প্রতিঠিতো হওয়ার পরে তুমি এমন একজন মানুষ খুজবে। মনে রাখবে উপযুক্ত স্হান ছাড়া মৌ–মাছিরাও বাসা বাধে না।  






৫ জীবন সব থেকে বড় ভুল না চিনে না জেনে কারো সাথে।  সম্পক তৈরি করা।  




৬ যে করবে পর উপকার,

যে দিবে টাকা ধার, 

যে করবে ভালো ব্যবহার, 

এই তিনটি গুণ যার থাকে। 

নিশ্চিত তার বাসা উপহার।  





৭ আমি আসলে মানুষ কে কাছ থেকে দেখেছি।  আসলে কি জানেন মানুষ আসলে দুর থেকে অনেক সু্ন্দর।  কেনো তার কাছে থাকলে বুঝা, যায় তাদের লোভ গুলো। 





আমরা সেই জাতি,  দুইশত টাকার চোরকে চোর ডাকি আর দুইহাজার কোটি টাকার চোরকে স্যার ডাকি।😡😡




৯ সাধারণ হওয়াটা অসাধারণ ব্যাপার। সবাই সাধারণ হতে পারে না। 




১০ তুমি ওই মানুষটাকে সব সময় খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো।  




১১ সুপুরুষ কারে বলে জানো। কোনো কিছু করার আগে বউ এর সাথে পরামর্শ করেন সমাজ তোমাকে নাম দিয়েছে কাপুরষ।  আমি কখনো সমাজের কথা কান দেই না।  আমি আরও এটা জানি আমি একবেলা না খেলে সমাজ আমাকে রান্না করে খাওয়াবে না।  




১২ জ্ঞানী হবে অপমান, 

গুনী হবে দুশি,

সত্য যাবে নিরবাশনে,  

মিথ্যা হবে বেশি,  

লজ্জা উড়বে আকাশতে, 

সরম খাবে ধান, 

জাতে উঠবে অজাতেরা, 

থাকবে না আর মান। 

জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহিনদের কাছে, 

কথা গুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে।  







১৩ মানুষ মুক্ত খুজতে গিয়ে খাটি সোনা হারায়, শেষে পায় চকচকে লোহা। যা কিছু পরে দেখবে মরিচা ধরে যায়। 





১৪ তোমার আয়নার কাচ যদি ঝাপসা থাকে দেখবে নিজের ছবিও ভালো ভাবে দেখা যায় না।  তেমনি নিজে মনটা যদি পরিষ্কার না থাকে দেখবে কাউকে ভালো লাগে না।  






১৫ এই দুনিয়াতে সত্যি কথার দাম নেই,

 উচিৎ কথার ভাত নেই,

 যেমন কাচা মরিচ এর ঝাল নেই,

 মাছে কোনো স্বাদ নেই আর

আদালতে বিচার নেই,

চোরে কোনে সাজা নেই, 

দেশে কোনো শান্তি নেই,  

গরিবের জায়গা নেই, 

মুরুবিদের কোনোই দাম নেই, 

জুয়ান ছেলের ছালাম নেই, 

এই যুগে মেয়েদের পদা নেই, 

দোকানোতে বাকি নেই, 

রাগি লোকদের বুদ্ধি নেই, 

টাকা ছাড়া চাকরি নেই, 

মুরখো লোকদের আকেল নেই, 

নিষ্ঠর লোকদের মায়া নেই, 

সত্য লোকদের বন্ধু নেই,

অভাব নেই মানুষের অভাব শুধু মনুষ্যত্ব আর বিবেকের।

এটাই দুনিয়ার বাস্তবতা।





ভালোবাসার ছন্দ ও উক্তি ২০২২
ভালোবাসার ছন্দ ও উক্তি ২০২২





১৬ এই যুগে মুখ বন্ধ রাখতে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।  





১৭ মান্যতা দেওয়া ভালো,  ঠিক ততোটুকু দিন যতো টুকু দিলে নিজের মান হানি না হয়।  





১৮ গুরুত্ব দেওয়া ভালো কিন্তু তুমি ঠিক ততো টুকু দিবে যতটুকুতে নিজে যোগ্যতা ছোটো না হয়।  





১৯ কিছু জিনিস কখনো পুরোনো হয় না। প্রতি দিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। 





২০ জয়ের জন্য অনেক কষ্ট করা  প্রয়োজন আর হারার জন্য এটা ভুলেই যথেষ্ট।  


#prioamar 


@prioamar 



#sadstory



#lovestory



#sadstatus 



#lovestatus 



#sadlovestatus 



Thanks you,,,,


মন্তব্যসমূহ