জীবন চালার কিছু উক্তি।

জীবন চালার কিছু উক্তি।

জীবন চালার কিছু উক্তি।  



 


জীবন চালার কিছু উক্তি।  


১ কখন কার দরজায় দাড়াতে হবে তা সৃষ্টিকতা ভালোই জানেন।  অতএব কোনো মানুষের সাথে অমানুষ মতো আচরণ করা ঠিক নয়। 




২ টাকা খুব ছোটো একটা শব্দ।  অথচো এই ছোটো শব্দটার প্রভাব এতোটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি বেরে গিলে হয় অহংকার।  




ভালো একজন বন্ধু যতেই ভুল করুক।  তাকে কখনো ভুল করো না।  কারন জলে যতোই ময়লা আগুন নেভাতে কিন্তু জলেই দরকার।  না আছে পারিবারিক সমস্যা।  না আছে রক্তর সম্পর্ক।  




৪ আসল বন্ধু সে নয় যার সাথে হিসেবে করে কথা বলতে হয়।  আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কিছু বলা যায়।  




৫ সাগরে অনেক ঢেউ থাকে।  কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না।  ঠিক তেমনি জীবনে বন্ধু থাকে।  কিন্তু সব বন্ধু মনে মতো হতে পারে না।  



৬ আজব দুনিয়া রোমান্টিক পোস্ট দিলে ভাবে রিলেশন করছি আর দুঃখের পোস্ট দিলে ভাবে ধোকা খেয়েছে।  




দুইটা আর দুই হাজার টাকার মধ্যে পাথক্য কি জানান দুই হাজার টাকা আপনাকে শেখাবে বিলাশিতা।  আর দুই টাকা তোমাকে শিখাবে দুনিয়ার বাস্তবতা। 






৮ কেউ তোমাকে রিজেক্ট করলে মন খারাপ করো না।  মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না।  





৯ দুইটি জিনিস আমি সব সময় মেনে চলি।  এক যেটা অন্য কারো সেটা আমি নিতে চাই না।  দুই যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না।  





১০ কথায় আছে ফাকা কলসে শব্দ বেশি।  অথাৎ যে ব্যাক্তি অহংকার বেশি তার যোগ্যতা কম আর যোগ্য ব্যাক্তি কখনোই অহংকার হয় না।  






১১ কারো মিষ্টি কথা শুনে আপন ভেবে নিও না।  কারন কিছু মানুষ মিষ্টি কথা বলে কিন্তু শুধু তারে প্রয়োজনের কারনে।





১১ বার বার ক্ষমা করে দেওয়াটা বড়ো মনে পরিচয়।  কিন্তু বার বার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয়। 





১২ লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমি বলি কথা বলার জন্য ইচ্ছে লাগে।  



১৩ একটা কথা মনে রাখবেন কেউ এতোটাই ধনী হয় যে। সে তার গতকালকে ফিরে আনবে।  আর কেউ এতোটাই গরীব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারে না।  






১৪ যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে।  তাদেরকে কখনো ঘৃণা করবেন না।  কারন এরাই সে মানুষ তারা ভাবে আপনি তাদের থেকে বেশি এগিয়ে আছেন।  





#prioamar 



@prioamar




#sadstatus



#lovestatus



 thanks you,,,,🌱🌱🌱🌱


মন্তব্যসমূহ