জীবন চলার পথে কিছু উপদেশ।

জীবন চলার পথে কিছু উপদেশ
জীবন চলার পথে কিছু উপদেশ

 


 জীবন চলার পথে কিছু উপদেশ! 

 ১.

ছেলেরা সহজে প্রেমে পড়ে না 💞

কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে 🥰

শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে বলতে পারেনা 💔


২.

দুঃসময়ে শক্তিশালী মানুষ তৈরি করে।আর শক্তিশালী মানুষ সু-সময় তৈরি করে আর সু-সময়ে দুর্বল মানুষদের জন্ম দেয় আর দুর্বল মানুষ দুঃসময় তৈরি করে।


৩.

তুমি তোমার প্রতিভা খুজতে চাও, খুঁজে নাও,ভুল ধরার জন্য পিছনে তো মানুষ আছে, যদি রাখতে চাও কদম তবে আগে রাখো, পিছে টানার জন্য মানুষ আছো তো, সপ্ন দেখতে চাও তবে উচুতে দেখো, নিচু দেখানো জন্য লোক আছে তো, ভালো যদি বাসতে চাও তবে নিজেকে ভালোবাসো,  ঘৃণা করার জন্য মানুষ আছে তো, তুমি নিজের আলাদা পরিচয় বানাও, ভিরের সাথে চলার জন্য মানুষ আছে তো, তুমি কিছু করে দেখাও দুনিয়াকে,  তালি বাজানোর জন্য মানুষ আছে তো। 


৪.

কেউই মৃত ব্যক্তির উপর হিংসা করে না।

অতএব, জীবিতের উপরেও হিংসা করা উচিত নয়।

যেহেতু জীবিত ও একদিন মৃত্যু মুখে পতিত হবে।

[ইমাম শাফেঈ (রহঃ)]


৫.

আগে ধনী হও তারপর প্রেম করো। 

কারণ গরীবের ভালোবাসা নিলামে বিক্রি হয়!!! 


৬.

সৌন্দর্য শুধু মন কে আকর্ষণ করে, সারা জীবন মনে আটকে থাকে না। { শব্দ শিল্প }


৭.

যা আছে সে বিলায় না,  সে অথের মালিক হতে পারে,  কিন্তু ধনী না। 



৮.

সব যুদ্ধ জিতে যাবে বদরের মত যদি একজন বন্ধু থাকে আবু বকরের মত 



৯.

💔 এতটা খারাপ নই!

 যতটা দোষ চাপিয়েছে মানুষ আমার উপর!

🖤  আর এতটা ভালো নই!

 যতটা ভালো বলে মানুষ আমাকে!  { Sharif }



১০.

কভু তাকে ভুলে যেও না,  যে তার সব কিছু দিয়ে তোমাকে আপন করেছে। 


মন্তব্যসমূহ